ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালির জেনোভায় সড়ক দুর্ঘটনায় শামস বাসার নামে এক বাংলাদেশি (৪৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বাংলাদেশিসহ আরও ১০ জন ।


স্থানীয় সময় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।


আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আরও এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


নিহত বাসারের বাবার নাম মোহাম্মদ জালাল বাসার। তার নিজ বাড়ি ঢাকা জেলার পূর্ব উত্তরার আজিমপুরে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।


এ বিষয়ে মিলান কনস্যুলেট অফিসের (শ্রম) কনসাল সাব্বির আহমেদ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহত বাসারের পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। প্রশাসনিক কাজ শেষ হলে মিলান কনস্যুলেট অফিস যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান এই কর্মকর্তা।


নিহত বাসারের জন্য ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাসারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com