মিয়ানমারে সামরিক জান্তার হামলায় ১৬ বেসামরিক নিহত
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩
মিয়ানমারে সামরিক জান্তার হামলায় ১৬ বেসামরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি ২৬ ডিসেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত আটদিন ধরে বোমা হামলা, সাধারণ মানুষের বাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী। তাদের এসব হামলায় ১৬ বেসামরিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।


জান্তার হামলায় অসংখ্য বাড়ি ও স্কুলভবন ধ্বংস হয়েছে।


ইরাবতি জানিয়েছে, শান, রাখাইন, মোন, বাগো, মাগওয়ে এবং সাগাইংয়েতে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


শান রাজ্যে বিদ্রোহীদের কোনো তৎপরতা না থাকা সত্ত্বেও গত সোমবার যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়। এতে বাস্তুচ্যুত এক বেসামরিকের মৃত্যু হয়। আশপাশের রাজ্যে বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে অনেক মানুষ এ রাজ্যে আশ্রয় নিয়েছেন।


গত ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রাখাইন রাজ্যে চার বেসামরিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় সংবাদমাধ্যম ও আরাকান আর্মি (এএ) এ তথ্য জানিয়েছে।


মিয়ানমারের সবচেয়ে পুরোনো বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানিয়েছে, বাগো রাজ্যের কায়োক্কি এবং ফু গ্রামে জান্তার হামলায় তিন বেসামরিকের মৃত্যু হয়েছে।


গত ১৯ জানুয়ারি মোন রাজ্যের দুটি গ্রামে গোলা ছোড়ে সামরিক জান্তা। এতে চারজন নিহত ও ছয়জন আহত হন।


মাগওয়ে রাজ্যে গত রোববার রাতে সামরিক বাহিনীর চালানো হামলায় বাবা ও ছেলে নিহত হন। এছাড়া হামলায় ওই পরিবারের মা ও মেয়ে গুরুতর আহত হন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com