
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বোমা হামলায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বার্তা সংস্থা এএফপি ও আরেকজন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় কর্মরত ছিলেন।
রবিবার (৭ জানুয়ারি) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গাজায় ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের একজন বার্তা সংস্থা এএফপির ভিডিও জার্নালিস্ট মুস্তাফা থুরিয়া আর অন্যজন আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের হামজা ওয়ায়েল দাহদুহ। তারা একইসঙ্গে একটি গাড়িতে ছিলেন। তাদের সেই গাড়ির ওপর বোমাবর্ষণ করা হয়।
আল জাজিরা জানিয়েছে, নিহত হামজা আল জাজিরার গাজা উপত্যকার ব্যুরো চিফ ওয়ায়েল আল-দাহদুহর ছেলে। কয়েক সপ্তাহ আগেই ইসরাইলি বোমা হামলায় স্ত্রী ও আরও দুই সন্তান হারিয়েছেন ওয়ায়েল আল-দাহদুহ।
আর থুরিয়া ২০১৯ সাল থেকে এএফপিতে কাজ করছিলেন। চলমান হামাস ও ইসরাইল সংঘাতে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১০৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]