ডিমের দাম বৃদ্ধিতে ক্ষমা চাইলেন পুতিন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ২২:২১
ডিমের দাম বৃদ্ধিতে ক্ষমা চাইলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ডিমের দাম বৃদ্ধিতে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন। গণমাধ্যম এবং রাশিয়াজুড়ে বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে বছরশেষের প্রশ্নোত্তর পর্বে দেখা যায়, পেনশনভোগী আইরিনা আকোপোভা রান্নাঘরের টেবিলে বসে আছেন।


সেখান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন। আর সে সময়ই ডিম ও মুরগির মাংসের দাম আকাশছোঁয়া বলে অভিযোগ করেন আকোপোভা।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ইরিনা আকোপোভা নামে এক পেনশনভোগী নারী ডিমের অস্বাভাবিক দাম সম্পর্কে অভিযোগ করলে পুতিন দুঃখ প্রকাশ করেন।


ইরিনা আকোপোভা বলেন, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, পেনশনভোগীদের জন্য সদয় হোন! আমরা লাখো রুবল পেনশন পাই না। বিষয়টি সমাধান করুন। দ্বারস্থ হওয়ার মতো কেউ আমাদের নেই। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আপনার সাহায্য পাওয়ার ভরসায় আছি।


অকোপোভার এই কথায় রুশ নাগরিকদের জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে। এর আগে পুতিন স্বীকার করেছিলেন যে, চলতি বছর মূল্যস্ফীতি ৮ শতাংশে দাঁড়াতে পারে।


অকোপোভোর কথার জবাবে পুতিন বলেন, আমি এ জন্য ক্ষমা চাইছি। কিন্তু এটি সরকারের কাজের ব্যর্থতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি…খুব শিগগিরই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।


রাশিয়ায় বার্ষিক দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুতিন সাধারণ রুশ নাগরিকদের উদ্বেগের ক্ষেত্রে নিজের সহানুভূতিশীলতা তুলে ধরার সুযোগ পান এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন।


এ সপ্তাহে রুশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী বছর প্রথম ছয় মাসে ১২০ কোটি ডিম আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে না। ডিমের দাম এবছর ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে এ চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবারের অধিবেশনে রাষ্ট্রপতির কাছে যারা বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন, তাদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়েছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com