পোল্যান্ড থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ ঘোষণা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:২০
পোল্যান্ড থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি শস্য আমদানি নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত উত্তেজনা বৃদ্ধির একদিন পর ২০ সেপ্টেম্বর, বুধবার এক টেলিভিশন ভাষণে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে পোল্যান্ড ইতোমধ্যে ইউক্রেনকে সোভিয়েত যুগের ৩২০টি ট্যাংক ও ১৪ মিগ-২৯ যুদ্ধবিমান পাঠিয়েছে।


বুধবার রাতে বেসরকারি নিউজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মোরাউইকি বলেছেন, আমরা আর ইউক্রেনে অস্ত্র হস্তান্তর করছি না। কারণ আমরা নিজেদেরকে আধুনিক অস্ত্র দিয়ে সুসজ্জিত করার চেষ্টা করছি।


শস্য বিরোধ শুরু হয় ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পরে। যুদ্ধে মূল কৃষ্ণ সাগর রুট বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনকে বিকল্প স্থলরুট খুঁজতে বাধ্য করে। এর ফলে মধ্য ইউরোপে প্রচুর পরিমাণে শস্য জমা হতে থাকে।


ইউক্রেনীয় শস্য স্থানীয়ভাবে দাম কমিয়ে দিচ্ছে- এমন আশঙ্কায় স্থানীয় কৃষকদের রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন সাময়িকভাবে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া- এই পাঁচটি দেশে শস্য আমদানি নিষিদ্ধ করে। ওই নিষেধাজ্ঞা ১৫ সেপ্টেম্বর শেষ হয় এবং ইইউ এটি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নেয়। তবে হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং পোল্যান্ড নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া ইউক্রেনীয় শস্যের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর পর ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার জাতিসংঘে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের জন্য ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ওয়ারশ।


জেলেনস্কি অভিযোগ করে বলেন, শস্য রপ্তানি ইস্যুতে ইউরোপের কিছু দেশ এমন অবস্থান নিয়েছে, যা বাস্তবিক অর্থে রাশিয়াকেই সহায়তা করছে।


জেলেনস্কির মন্তব্যে পোলান্ড ক্ষুব্ধ হয়। শস্য ইস্যুতে পোল্যান্ডকে জেলেনস্কির অভিযুক্ত করার বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলে ওয়ারশ নিন্দা জানায়।


ইউরোপীয় কমিশন বারবার বলেছে যে নিষেধাজ্ঞার জন্য বাণিজ্য নীতি তৈরি করা পৃথক ইইউ সদস্যদের উপর নির্ভর করে না। এই সপ্তাহের শুরুর দিকে, ইউক্রেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বলেছে যে এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন।


ইউক্রেনের অর্থনীতি মন্ত্রী বলেছেন, আমাদের পক্ষে এটি প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পৃথক সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে না।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com