মোহাম্মদের ভাগ্য বদল, আমিরাতে জিতলেন তিন কোটি টাকার লটারি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৯:০৬
মোহাম্মদের ভাগ্য বদল, আমিরাতে জিতলেন তিন কোটি টাকার লটারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভাগ্যের চাকা বদলে গেছে মোহাম্মদ নামের এক বাংলাদেশি প্রবাসীর। দেশটির বিখ্যাত শহর দুবাইয়ে অনুষ্ঠিত মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে প্রায় ৩ কোটি টাকা জিতে নিয়েছেন এ বাংলাদেশি।


২৬ মার্চ রোববার দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


খালিজ টাইমস জানায়, এ সপ্তাহেই মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন, বাংলাদেশি হিসাবে যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকা। মোহাম্মদের র‌্যাফেল আইডি নম্বর ছিল ৩২২৮৪৪৫৬।


এ র‌্যাফেল ড্রতে প্রথমবারের মতো পুরস্কার হিসেবে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।


মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (বাংলাদেশি টাকায় কোটিপতি) হন। গত সপ্তাহে এক ভারতীয় প্রবাসী এ পুরস্কার জিতেছিলেন। মোহাম্মদসহ মোট ১ হাজার ৬৩ জন এ সপ্তাহের পুরস্কার জিতেছেন।


এবার দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন পাঁচজন। এছাড়া ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে ২৫০ দিরহাম করে পেয়েছেন। সবার পুরস্কারের মূল্য হিসাব করলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম।


সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, এবারের রমজান মাসজুড়ে অংশগ্রহণকারীরা সোনার বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়া আগামী সপ্তাহের র‌্যাফেল ড্রতে থাকছে ২০০ গ্রাম ওজনের সোনার কয়েন জিতে নেওয়ার সুযোগ।


প্রত্যেক সপ্তাহেই এ মাহজুজ লটারির পুরস্কারের পরিমাণ ও পরিধি বাড়ছে। তবে লটারিতে অংশ নেওয়ার নিয়ম আগের মতোই রয়ে গেছে। মাত্র ৩৫ দিরহাম দিয়ে মাহজুজের একটি পানির বোতল কিনে সাপ্তাহিক লটারি ও গ্র্যান্ড লটারিতে অংশ নেওয়া যাবে। এরমাধ্যমে যেকোনো অংশগ্রহণকারী গ্র্যান্ড লটারির ২ কোটি দিরহাম কিংবা প্রতি সপ্তাহের ১০ লাখ দিরহাম জিতে নিতে পারবেন। সূত্র: খালিজ টাইমস


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com