ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১৪ জনের
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৮
ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১৪ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে ঝাড়খণ্ডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন মারা গেছেন। আগুনে দগ্ধ হয়ে আহত আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ধানবাদ শহরের ওই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।


ধানবাদের উপ-কমিশনার সন্দ্বীপ কুমার জানান, সন্ধ্যায় ব্যস্ত এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুন লাগে। ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে।


ইতিমধ্যে উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সঠিক হিসাব এখনও জানা যায়নি। পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে কাজটি করবে।


অগ্নিকাণ্ডের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা দাবি করে বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ভেতরে আটকে পড়াদের যেভাবেই হোক দ্রুত বের করে আনা। আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি। তবে আমরা ফাইনাল চেক দিচ্ছি।


এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com