চীনের কোস্টগার্ডের তাড়া খেয়ে পিছু হটল জাপানের জাহাজ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:১৯
চীনের কোস্টগার্ডের তাড়া খেয়ে পিছু হটল জাপানের জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপের কাছে অবস্থান নেওয়া কয়েকটি জাপানি জাহাজকে তাড়া দিয়েছে চীনের কোস্টগার্ড। তাদের তাড়া খেয়ে পিছু হটেছে জাহাজগুলো। সোমবার (৩০ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।


বিরোধপূর্ণ এ দ্বীপের মালিকানা দাবি করে থাকে চীন ও জাপান। আর এ বিষয়টি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বিরূপ প্রভাব রাখেছে। চীন দ্বীপটিকে দিয়াওইউ নামে ডাকে। অপরদিকে জাপানে দ্বীপটি সেনকাকু নামে পরিচিত।


চীনের নৌ পুলিশের মুখপাত্র গেন ইউ বলেছেন, জাপানের ‘সিনসে মারু’ এবং আরও চারটি জাহাজ অবৈধভাবে দিয়াওইউ দ্বীপের কাছে প্রবেশ করে। এরপর সেই জাহাজগুলোকে চীনের কোস্টগার্ড ধাওয়া দিলে সেগুলো পিছু হটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।


নৌ পুলিশের মুখপাত্র গেন ইউ আরও বলেছেন, ‘আমরা জাপানের প্রতি আহ্বান জানাচ্ছি এ মুহূর্তে এ জলসীমায় সব অবৈধ কার্যক্রম বন্ধ করুন এবং নিশ্চিত করুন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’


এদিকে বিরোধপূর্ণ এ ছোট দ্বীপগুলো জাপান, চীন এবং তাইওয়ানের মাঝামাঝি অংশে পড়েছে। ভৌগলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হওয়ায় চীন-জাপান দুই দেশই দ্বীপটিকে নিজেদে দাবি করে থাকে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com