৭ ইসরায়েলি নিহতের জেরে পশ্চিম তীরে আরও সেনা জড়ো করছে তেল আবিব
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪
৭ ইসরায়েলি নিহতের জেরে পশ্চিম তীরে আরও সেনা জড়ো করছে তেল আবিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে আরও সেনা জড়ো করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আল আরাবিয়া।


শুক্রবার (২৭ জানুয়ারি) জেরুজালেমের একটি সিনাগগের (ইহুদিদের ধর্মীয় উপাসনালয়) সামনে গুলি ছোড়েন এক ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ৭ ইসরায়েলি নিহত হন। এ ঘটনার পরই পশ্চিম তীরে সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।


এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম তীরের জুডেয়া এবং সামারিয়া বিভাগে আরেকটি ব্যাটালিয়ন মোতায়েন করা হবে।’


এর আগের দিন পশ্চিম তীরের জেনিনে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলিদের ওপর এ হামলার ঘটনা ঘটে।


এদিকে এরমধ্যে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ৭ ইসরায়েলিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৪২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে তারা। এরমধ্যে রয়েছেন হামলাকারীর পরিবারের সদস্যরা।


এ ব্যাপারে ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘জিজ্ঞাসাবাদের জন্য ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হামলাকারীর পরিবারের কয়েকজন সদস্য আছেন। এছাড়া হামলাকারীর প্রতিবেশিরাও আছেন।’


বৃহস্পতিবার জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর কথিত অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এর একদিন পর জেরুজালেমে ইসরায়েলিদের ওপর হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। এখন সামনে দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com