
সমুদ্র সৈকতে ঘুরতে যান স্বামী-স্ত্রী। হঠাৎ স্ত্রী সমুদ্রের মধ্যে পড়ে গেলে তাকে বাঁচাতে যান স্বামী। শেষ পর্যন্ত স্ত্রীকে উদ্ধার করা গেলেও স্বামীকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর খালিজ টাইমসের
সংযুক্ত আরব আমিরাতের শারজা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যায় ওই দম্পতি সমুদ্রের তীরে ঘুরতে যান। এ সময় ঘটে এ দুর্ঘটনা। পরে শারজা সিভিল ডিফেন্স এবং পুলিশ মিলে ওই নারীকে উদ্ধার করে। কিন্তু স্বামীকে জীবিত উদ্ধার না করতে পারলেও পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ এবং উদ্ধার কর্মীরা জানায়, ওই দম্পতি দুর্ঘটনার শিকার হলে একজন আরবীয়ান তাদেরকে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নারীকে উদ্ধার করা সম্ভব হলেও স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনার পর উদ্ধারকর্মীরা বৈরি আবহাওয়ার মধ্যে কাউকে সমুদ্রে সাঁতার কাটতে নিষেধাজ্ঞা জারি। এছাড়া সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সকল নিরাপত্তা মেনে চলার আহ্বান জানান।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]