মোদির নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়া কিশোর যা জানাল
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ২২:০৮
মোদির নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়া কিশোর যা জানাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয় ভেঙে মালা হাতে ছুটে গিয়েছিল এক কিশোর। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মোদি কর্নাটকের হুবলিতে জাতীয় যুব উৎসবে যোগ দিতে যান। সেখানেই এ ঘটনা ঘটে।


মোদির কাছে যাওয়া কিশোর কর্নাটকের কুনাল ধনগাড়ি। ষষ্ঠ শ্রেণির এই ছাত্র শুক্রবার জানিয়েছে, সে মোদির বড় ভক্ত, তাই ছুটে গিয়েছিল তাকে মালা পরাতে।


কুনালের কথায়, ‘আমি মোদিকে খুব ভালবাসি। উনি ভগবানের মতো।’ তবে প্রাথমিকভাবে তার যে মোদিকে মালা পরানোর কথা ছিল না, তাও জানিয়েছে ওই কিশোর। তার কথায়, ‘আমি শুনেছিলাম উনি (মোদি) আসছেন। আমার পরিবারের সবাই তাকে দেখতে গিয়েছিল। ইচ্ছা ছিল আমার কাকার আড়াই বছরের ছেলেকে দিয়ে মোদিজির গলায় মালা দেব। কিন্তু তা হলো না।’


প্রথম পরিকল্পনা সফল না হওয়ায় কিছুটা মন খারাপ হয়েছিল তার। তার উপর ওই কিশোর দেখে হাত নাড়তে নাড়তে গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ক্রমশ এগিয়ে চলেছেন মোদি। তাই আর দেরি করেনি সে। নিজেই মালা নিয়ে ছুটে চলে গিয়েছিল তার কাছে।


অবশ্য মোদির কাছে যাওয়ার আগেই তাকে ধরে ফেলেন তার নিরাপত্তা সদস্যরা। তাকে রাস্তার পাশে সরিয়ে দেয় পুলিশ কর্মকর্তারাও। মোদি হাত বাড়িয়েও ওই যুবকের নাগাল পাননি। পরে অবশ্য কর্মকর্তারা মালাটি মোদির হাতে দেন। মোদি মালাটি গাড়ির ভেতর রেখে দেন।


মোদির মতো ভিভিআইপির নিরাপত্তাবিধি ভেঙে সে যে বড়দের চিন্তার কারণ হয়েছিল, তা নিয়ে ভাবতে নারাজ কুনাল। বরং মোদিকে কাছ থেকে দেখতে পাওয়ায় এবং তিনি মালা গ্রহণ করায় বেজায় খুশি এই কিশোর।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com