ভার্চুয়াল ব্যাংক চালু করতে যাচ্ছে থাইল্যান্ড
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৪১
ভার্চুয়াল ব্যাংক চালু করতে যাচ্ছে থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ড দেশটিতে প্রথমবারের মতো ভার্চুয়াল ব্যাংক চালু করার ঘোষণা দিয়েছে। ২০২৫ সাল থেকে কার্যক্রম শুরু করবে এই ব্যাংক। প্রতিযোগিতায় উৎসাহ দিতে, ঋণের অভিগম্যতা বাড়াতে এবং ব্যবসা ও ব্যক্তির জন্য ব্যয় কমাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।


থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০২৪ সালে এমন তিনটি ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেয়া হবে। এর এক বছর পর অর্থাৎ ২০২৫ সালে কার্যক্রম শুরু করবে এসব ব্যাংক।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী গভর্নর থারিথ পানপিয়েমরাস।


তিনি বলেন, এ পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান আবেদনের আগ্রহ দেখিয়েছে। এই ত্রৈমাসিকেই আবেদন নেয়ার প্রক্রিয়া শুরু হবে। ওই অঞ্চলে অ্যান্ট গ্রুপ ও গ্র্যাব হোল্ডিংসের ব্যবসা প্রসারের মধ্যেই ভার্চুয়াল ব্যাংক চালুর ঘোষণা দিলো থাইল্যান্ড।


প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশেই ভার্চুয়াল ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের লাখ লাখ গ্রাহক রয়েছে বলে জানিয়েছে দ্য ফিনান্সিয়াল ব্র্যান্ড। সূত্র: ব্যাংকক পোস্ট


বিবার্তা/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com