
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে ১৮ সদস্যের একটি টিম পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিমানযোগে তারা আফগানিস্তানে পৌঁছেছেন।
ইরানি টিমের সদস্যরা ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। এসব তথ্য জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক ইয়াকুব সোলাইমানি।
আফগানিস্তানে ত্রাণ পাঠানোর সর্বশেষ তথ্যও সোলাইমানি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, এ পর্যন্ত এক হাজার ৫০টি খাবার প্যাকেট, এক হাজার তাঁবু এবং দুই হাজার মাদুর পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরপরই সীমান্তবর্তী প্রদেশগুলো ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে প্রস্তুতির কথা ঘোষণা করে। বুধবার (২২ জুন) রাতে ত্রাণের প্রথম চালান পাঠানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর বিমান এ ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আফগানিস্তানের খোস্ত প্রদেশে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বুধবার। এই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]