
ভারতের উত্তরপ্রদেশের সরযূ নদীতে গোসলের সময় স্ত্রীকে চুমু খেয়ে গণপিটুনির শিকার হয়েছেন স্বামী। তাকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনার পর ওই ব্যক্তিকে তার স্ত্রীর কাছ থেকে টেনে দূরে নিয়ে যাওয়া হয়। এরপর বেশ কয়েকজন মিলে তাকে কিল, চড় ও লাথি মারতে থাকেন। এর মধ্যে একজনকে বলতে শোনা যায়, পবিত্র সরযূ নদীতে এসে এ ধরনের অশ্লীলতা সহ্য করা হবে না।
ওই ব্যক্তিকে মারধরের সময় বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। পরে তাদের দুজনকে মারধর করা হয়। উত্তেজিত জনতা ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে ওঠায়।
এই বিষয়ে অযোধ্যা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, সরযূ নদী হলো গঙ্গার সাতটি উপনদীর একটি। হিন্দুদের কাছে এটি পবিত্র নদী বলে বিবেচিত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]