শিরোনাম
২ সপ্তাহের জন্য ইসরাইলে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৬:২৯
২ সপ্তাহের জন্য ইসরাইলে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সব বিদেশির ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরাইল। বিশ্বের প্রথম দেশ হিসেবে সংক্রমণ ঠেকাতে জল, স্থল ও আকাশসীমা বন্ধের মতো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরাইল।


ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা সরকারের অনুমোদনের অপেক্ষায়। আপাতত ২ সপ্তাহ অর্থাৎ ১৪ দিন ইসরাইলে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।


দেশটির কর্মকর্তারা আশা করছেন, ২ সপ্তাহের মধ্যে ওমিক্রনের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনগুলো কতটা কার্যকর সে সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে।


উল্লেখ্য, ওমিক্রন ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এ ভ্যারিয়েন্ট। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনা ভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।


ওমিক্রন ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্ক। আরো কয়েক অঞ্চল কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে। সূত্র: আল-জাজিরা


বিবার্তা/ফরিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com