শিরোনাম
মেক্সিকোতে মাদকচক্রের দুই পক্ষের গোলাগুলি, নিহত ২
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৪:২৮
মেক্সিকোতে মাদকচক্রের দুই পক্ষের গোলাগুলি, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেক্সিকোতে মাদকচক্রের দুই পক্ষের গোলাগুলিতে এক ব্লগারসহ দুই পর্যটক নিহত হয়েছেন। এসময় আহত হন আরো তিনজন। আহতদের মধ্যে দুজন জার্মানির এবং একজন নেদারল্যান্ডসের বাসিন্দা। মেক্সিকোর ক্যারাবিয়ান উপকূলের তুলুম শহরের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে।


নিহতদের একজন হলেন অঞ্জলি রায়ত। দুই দিন আগেও তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন। তিনি ভারতের হিমাচল প্রদেশে জন্ম নেন। পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়ায় চলে যান। ট্রাভেল ব্লগার হিসেবে তিনি নাম নিবন্ধন করেছিলেন ওই রিসোর্টে।


আরেকজন হলেন জার্মানির জেনিফার হ্যাঞ্জল্ড। তার বাড়ি কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে নাগরিকদের মেক্সিকো ভ্রমণে সতর্ক করেছে।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্দুকধারীরা দুটি মাদক দলের সদস্য। ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই জন নিহত হন। সরকারি হিসাব বলছে, চলতি বছর সেখানে সাড়ে আটশর বেশি মাদক সংক্রান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com