শিরোনাম
সিরিয়ায় সামরিক অভিযানের হুমকি এরদোগানের
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ২২:১৯
সিরিয়ায় সামরিক অভিযানের হুমকি এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন করা তুরস্কের স্পেশাল পুলিশের দুই সদস্য ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার পর দেশটিতে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।


তিনি বলেন, সিরিয়ার কিছু অঞ্চল থেকে আমাদের দেশের ওপর হামলা চালানো হচ্ছে। এতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এসব এলাকা থেকে তুরস্কের জন্য যে হুমকি সৃষ্টি হচ্ছে তা নস্যাৎ করে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।


চলতি সপ্তাহের গোড়ার দিকে আলেপ্পো প্রদেশের তেল রিফাত শহরে ওই হামলা হয়। আঙ্কারা বলছে, গত রবিবার তেল রিফাত শহরে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের গেরিলারা গাইডেড ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও দুজন আহত হয়।


এরদোগানের হুমকির আগেই তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি সামরিক বাহিনী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com