শিরোনাম
ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ হামলা, নিহত ১৬০
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ২১:২৫
ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ হামলা, নিহত ১৬০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলায় ১৬০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিব প্রদেশে এ প্রাণহারির ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।


সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মারিবের আবদিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩২টি হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ১১টি সামরিক যান বিধ্বস্ত এবং ১৬০ হুথি বিদ্রোহী নিহত হয়েছে।


এএফপি জানিয়েছে, হামলায় হতাহতের ব্যাপারে হুথি বিদ্রোহীরা মুখ খুলেনি। তাই নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।


গত মাসেই মারিবে ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে ১৪০ জন নিহত হয়। ইয়েমেনের তেল ও গ্যাস সমৃদ্ধ মারিব শহরকে নিয়ন্ত্রণে নিতে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা ফেব্রুয়ারি থেকে তাদের ওপর হামলা চালানো শুরু করে।


২০১৪ সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। এসব কারণে মারিককে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com