শিরোনাম
শিশুদের এক ডোজের টিকা দেবে ইরান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০
শিশুদের এক ডোজের টিকা দেবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান ৩ থেকে ১৩ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের সিঙ্গেল ডোজের টিকা দেবে । ইতোমধ্যে ওই টিকার ৬০ লাখ ডোজ পৌঁছে গেছে দেশটিতে।


ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মাদ হাসান কুসিয়ান মুকাদ্দাম বলছেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসব টিকা আমদানি করা হয়েছে। চীন থেকে টিকা আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কোন কোম্পানির টিকা দেয়া হচ্ছে তা বিবেচনায় না নেয়ার আহ্বানও জানান তিনি। হাসান কুসিয়ান মুকাদ্দাম বলেন, ইরানে যেসব টিকা দেয়া হচ্ছে তার সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত।


এদিকে, বিশ্বের অন্যান্য আরো অনেক দেশের মতো ইরানেও করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সর্বশেষ তথ্যে ২৮৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৯২ জন।


ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রায় ছয় কোটি ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি।


বিবার্তা/জুয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com