শিরোনাম
লেবানন সীমান্তে ইসরায়েলের বিমান হামলা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৯:২৬
লেবানন সীমান্তে ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। টানা দ্বিতীয় দিন সীমান্তের ওপার থেকে ইসরায়েলে রকেট হামলার প্রতিবাদে এই বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি


টুইটারে ইসরায়েলের বিমানবাহিনী জানিয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) দিনের শুরুর দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলের ভূখণ্ডে রকেট হামলা চালানো হয়। তার প্রতিবাদে যেখান থেকে রকেট হামলা চালানো হয়েছে সেখানে এবং যেসব জায়গা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয় সেখানে আমাদের যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এছাড়া পূর্বে যেখান থেকে রকেট হামলা চালানো হয়েছে সেখানেও যুদ্ধবিমান আঘাত হেনেছে।’


লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন, রাতারাতি এমন বিমান হামলা প্রমাণ করে যে, লেবাননের প্রতি তাদের ‘আক্রমণাত্মক অভিপ্রায়’ আছে।


টুইটারে তিনি বলেছেন, এই হামলা দক্ষিণ লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। তারা নিরাপত্তা পরিষদের প্রস্তাব ভঙ্গ করেছে।


ইসরায়েলি বিমান নিয়মিত গাজায় সশস্ত্র গ্রুপকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। এছাড়া তারা সিরিয়ায় সন্দেহভাজন হিজবুল্লাহ অথবা ইরান সমর্থিত গ্রুপকে টার্গেট করে। কিন্তু ২০১৪ সালের পর এই প্রথম লেবাননে হামলা করল ইসরাইল।


ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিপক্ষে ২০০৬ সালে যুদ্ধ করেছিল ইসরাইল। দক্ষিণ লেবাননে তারা প্রভাবশালী। ওই যুদ্ধের পর থেকে সীমান্ত শান্ত ছিল। সূত্র: আল জাজিরা


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com