শিরোনাম
সৌন্দর্য প্রতিযোগিতা : মুকুট পড়লেন ৬৩ বছরের বৃদ্ধা!
প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৫:৫৩
সৌন্দর্য প্রতিযোগিতা : মুকুট পড়লেন ৬৩ বছরের বৃদ্ধা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেক্সাসের বাসিন্দা কিম্বার্লি ঘেদি আদপে সাত নাতি-নাতনির দাদি। পেশায় পিয়ানো শিক্ষিকা। তার ধারণা ছিলো বয়স ৬০ পেরোলেই জীবন শেষ। কিন্তু ৬৩ বছর বয়সে এসে শরীরচর্চা করা শুরু করেন তিনি। এমনকি এই বয়সে এসে নতুন করে বিয়ে করেন এবং ‘মিস টেক্সাস সিনিয়র আমেরিকা’ নামে এক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ীও হন।


তাই বয়স নিয়ে সব রকম ভুল ধারণা ভেঙে গেছে তার। তিনি বলেন, নিজেকে নিয়ে ধারণা পাল্টে গেছে আমার। এখন মনে হয় বলিরেখার মধ্যেও অন্য রকম সৌন্দর্য রয়েছে। পরিণত বয়সের মহিলারা সত্যিই সুন্দর।


৬০ থেকে ৭৫ বছর বয়সি মহিলাদের নিয়ে ‘মিস টেক্সাস সিনিয়র আমেরিকা’ এই প্রতিযোগিতা হয় প্রতি বছরই। বেলি ডান্সিং থেকে এক হাতে পুশ আপ সব রকম খেলাতেই অংশ নিতে হয় প্রতিযোগীদের। এই প্রতিযোগীরা মনে করেন ৪০ থেকে ৭০ যে কোনো বয়সে মেয়েরাই সুন্দর। বিজয়ী কিম্বার্লি জানান, ৬৩ বছর বয়সে শরীরচর্চা শুরু করার পর থেকে তিনি যত বেশি ফিট হয়েছে, ১৯ বছর বয়সেও এতটা ফিট ছিলেন না।


বিবার্তা/অনামিকা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com