শিরোনাম
তুরস্কে দাবানলে চার জন নিহত
প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ২০:৩১
তুরস্কে দাবানলে চার জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের বিভিন্ন অঞ্চলে। সেদিন থেকে এখনও জ্বলছে তুরস্কের ডজনখানেক বন। ইতোমধ্যে বেশ কয়েক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত দেশটিতে দাবানলে পুড়ে মারা গেছে চারজন।


শুক্রবার তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।


কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, বুধবার, বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারও তুরস্কের ডজনখানেক বনে এখনও আগুন জ্বলছে। অত্যন্ত গরম আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।


পর্যটকদের পছন্দের জায়গা দেশটির দক্ষিণাঞ্চলে কেউ আগুন লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে দাবানলে চারজনের মৃত্যু হয়েছে।


এর মধ্যে বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে পর্যটকদের কাছে অবকাশযাপনের জন্য আকর্ষণীয় স্থান মুওলা প্রদেশের মারমারিসে দমকল বাহিনীর কর্মকর্তাদের সহযোগিতা করার সময়। বাকি তিনজনের মৃত্যু হয়েছে আনতালিয়ায়।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com