শিরোনাম
করোনায় মৃত্যু ৩৯ লাখ ৭ হাজার, শনাক্ত ১৮ কোটি ৩ লাখ
প্রকাশ : ২৪ জুন ২০২১, ০৮:৪৪
করোনায় মৃত্যু ৩৯ লাখ ৭ হাজার, শনাক্ত ১৮ কোটি ৩ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৮ হাজার ৪৫৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ লাখ সাত হাজার ২৬৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩০০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি তিন লাখ ৫৭ হাজার ৪৮১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫০ লাখ ৭১ হাজার ২০৬ জন।


বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮১ হাজার ৫১৬ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।


বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৪৯ হাজার চার জন এবং মারা গেছে ছয় লাখ ১৮ হাজার ২৯৪ জন।


ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, আর্জেন্টিনা, ইতালি ও কলম্বিয়া।


ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৮২ হাজার ১৬৯ জন এবং মারা গেছে তিন লাখ ৯২ হাজার ১৪ জন।


ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮ জন এবং মারা গেছে পাঁচ লাখ সাত হাজার ২৪০ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com