শিরোনাম
আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর তাণ্ডব
প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৭:১৭
আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর তাণ্ডব
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে আয়োজিত মিছিলে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।


শুক্রবার (১৮ জুন) জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে মিছিল বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। এসময় সৈন্যরা তাদের ওপর লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ছুড়লে আহত হন বেশ কয়েকজন।


মিছিলটি দখলকৃত আল-আকসার দামেস্ক গেট থেকে বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। একসঙ্গে হতে দেখেই রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী। হামলায় একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে দু'জন সাংবাদিক রয়েছেন।


এ ঘটনায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফাল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরায়েলি পুলিশের হামলা আল-আকসা মসজিদের পবিত্রতা এবং উপাসকদের সুরক্ষার লঙ্ঘন।


গত মঙ্গলবার ইসরায়েলিদের একটি মিছিল থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করার অভিযোগ তোলেন ফিলিস্তিনিরা। ওই ঘটনার প্রতিবাদে আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করার পরিকল্পনা করা হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com