শিরোনাম
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব ​হলেন গুতেরেস
প্রকাশ : ১৮ জুন ২০২১, ২০:৪২
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব ​হলেন গুতেরেস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার (১৮ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র এই নিয়োগ দেয়।


দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর গুতেরেস বলেন, আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ পরিষদ দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখায় আমি বিনীত।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচনের জন্য সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ। পরে সেই প্রস্তাব সাধারণ পরিষদের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য। এরপর সাধারণ পরিষদ অনুমতি দেয়।২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে।


৭২ বছর বয়সী গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। এর আগে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com