শিরোনাম
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন আহমেদিনেজাদ
প্রকাশ : ১২ মে ২০২১, ১৯:১৬
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন আহমেদিনেজাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


ভিডিওচিত্রে দেখা যায়, সমর্থক পরিবেষ্টিত হয়ে নির্বাচনের ফরম পূরণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের কট্টরপন্থী অবস্থান পাল্টানোর চেষ্টা করেছেন।


২০১৭ সালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আহমেদিনেজাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে এবার তিনি নির্বাচনের জন্য নিবন্ধনে সমর্থ হয়েছেন।


মঙ্গলবার থেকে ইরানে নির্বাচনের জন্য প্রার্থী নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এবারের নির্বাচনে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তি এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক নীতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com