শিরোনাম
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ছাড়ালো
প্রকাশ : ০৫ মে ২০২১, ০৯:৪৯
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।


বুধবার (৫ মে) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এর ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮। এর মধ্যে ৩২ লাখ ৪১ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৩ কোটি ২৪ লাখ ২৭ হাজার ২৮৬ জন।


২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।


ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৬৫৯। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯২ হাজার ৪০৯ জনের।


আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছয় লাখ ৫৮ হাজার ২৩৪। এর মধ্যে দুই লাখ ২৬ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮১২। এর মধ্যে চার লাখ ১১ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে।


বাংলাদেশে আক্রান্তের সংখ্যা সাত লাখ ৬৫ হাজার ৫৯৬। এর মধ্যে ১১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৭২১। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com