শিরোনাম
কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন রাউল ক্যাস্ত্রো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২১, ২১:০৪
কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন রাউল ক্যাস্ত্রো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। কিউবার জাতীয় রাজনীতিতে কমিউনিস্ট পার্টির প্রধানের পদ হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর অবস্থান।


শুক্রবার (১৭ এপ্রিল) কিউবার কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেসে দেয়া ভাষণে রাউল ক্যাস্ত্রো তার পদত্যাগের ঘোষণা দেন।


এসময় ক্যাস্ত্রো বলেন, আমি বিশ্বাস করি, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি এবং পিতৃভূমির ভবিষ্যৎ নিয়ে আমি আস্থাশীল। আমি ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবো। ওই দিন কংগ্রেসের বিদায়ী অধিবেশন অনুষ্ঠিত হবে। একইদিন কিউবার কমিউনিস্ট পার্টির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।


প্রসঙ্গত, ৮৯ বছর বয়সী রাউল ক্যাস্ত্রো ২০১১ সালে কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com