শিরোনাম
ভারতে করোনায় আক্রান্ত একই স্কুলের ৩৩ শিক্ষার্থী!
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ১২:৩৩
ভারতে করোনায় আক্রান্ত একই স্কুলের ৩৩ শিক্ষার্থী!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বেঙ্গালুরুতে একটি স্কুলের বোর্ডিংয়ে ৩৩ জন শিক্ষার্থীসহ এক স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।


বেঙ্গালুরুর আরবান হেলথ অফিসার (ডিএইচও) শ্রীনিবাস জি জানান, ৪৯৭ জন শিক্ষার্থীসহ স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। এর মধ্যে ১৮ বছরের নিচে ৩৩ জন শিক্ষার্থী রয়েছে এবং পুরোপরি করোনার টিকার ডোজ সম্পন্ন করা একজন স্টাফ।


করোনা আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ৩২ জনকে স্কুলের মেডিকেল সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত নানা পরামর্শ দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের কাউকে হাসপাতালে নেয়ার মতো অবস্থা তৈরি হয়নি।


দেশটির স্বাস্থ্যবিভাগের তরফ থেকে ধারণা করা হচ্ছে, বোর্ডিংয়ের বাইরে থেকে দুজন শিক্ষার্থীর মাধ্যমে ছড়াতে পারে ভাইরাস। তাদের মধ্যে করোনার উপসর্গ ছিলো। সন্দেহ হলে পরে বোর্ডিংয়ে থাকা শিক্ষার্থী ও স্টাফদের করোনা পরীক্ষা করা হয়।


এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন স্কুল সংলগ্ন ওই বোর্ডিং। আপাতত বন্ধ রয়েছে সব ধরনের কার্যক্রম।


এদিকে, সন্তানদের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন অভিভাবকরা। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে বারবার।


বিবার্তা/বাবর/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com