শিরোনাম
ত্রিপুরায় হচ্ছে নতুন রাজনৈতিক দল
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ২১:৩৩
ত্রিপুরায় হচ্ছে নতুন রাজনৈতিক দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ত্রিপুরা রাজ্যে আসছে নতুন রাজনৈতিক দল। অন্য কোনো রাজনৈতিক দলে আর বিশ্বাস করতে চান না ত্রিপুরা কংগ্রেসের পরিচিত দুই মুখ বাপ-বেটা। জাতীয় কংগ্রেসের নীতি-আদর্শে বিশ্বাসী হয়ে দীর্ঘদিন সেই কংগ্রেসের সাথেই পা মিলিয়েছেন। কিন্তু দলের অভ্যন্তরীণ কোন্দল এবং মানুষের বিশ্বাসযোগ্যতায় যে বরাবরের মতোই পিছিয়ে থাকছে দলটি, তা তারা আরও আগেই টের পেয়ে যান। এই অবস্থায় বাধ্য হয়ে আর কোনো অপেক্ষা না করে তারা দুজনই প্রায় একই সঙ্গে পদ থেকে সরে দাঁড়ান।


এবার তারা নিয়ে আসছেন নতুন রাজনৈতিক দল। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর পুজার আগেই রাজ্য রাজনীতিতে সম্পূর্ণ নতুনভাবে সূচনা হতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দলের।


ত্রিপুরা রাজ্য কংগ্রেসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং তার পুত্র পূজন বিশ্বাস শুরু করছেন নতুন এই দল।


এ নিয়ে প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতির পদ ছেড়ে আসা পীযূষ জানান, সব অংশের নাগরিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। যারা দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলের প্রতি বিশ্বাস বা আস্থা রেখে ন্যায়বিচার বা সুস্থ সমাজ ব্যবস্থা পাননি, তাদের সুস্থ সমাজ ব্যবস্থায় দিনযাপনের সুযোগ করে দিতেই আবির্ভাব হবে এই নতুন দলের।


অন্যদিকে পূজন বিশ্বাস বলেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করা যে কোনো রাজনৈতিক দলের কাছেই এখন একটা স্বভাবসিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দিল্লি থেকে কোনো রাজনৈতিক দলই রাজ্যকে নিয়ে সেভাবে মাথাও ঘামাতে চায় না। এ কারণেই জাতি-উপজাতি, বিভিন্ন ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা হবে নতুন এক রাজনৈতিক দল।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com