সারাদেশে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৮টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ৯৩৬ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
এতে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী সারাদেশে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার দেশে মোট ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মগবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ২১৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
সূত্র: বাসস
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]