বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা ইনডোর ও জরুরি বিভাগ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ২৩:০৫
বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা ইনডোর ও জরুরি বিভাগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ বন্ধ থাকবে ।


তবে রোগীদের সুবিধার্থে ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএসএমএমইউয়ের বহির্বিভাগ খোলা থাকবে।


অন্যদিকে, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।


বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব, কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ১০ এপ্রিল, বুধবার থেকে ১৪ এপ্রিল, শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।


বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল কার্যক্রম বন্ধ থাকবে।


পবিত্র ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য। রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com