
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন করে আরও ২৯৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।
২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া দুই নারী হলেন, সালথার উপজেলার গট্টি গ্রামের মো. হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম (১৮) ও একই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্যার স্ত্রী সালেহা বেগম (৬৫) ।
জানা গেছে, ২০ সেপ্টেম্বর, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সালেহা বেগম ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে ২০ সেপ্টেম্বর, বুধবার রাত ২টার দিকে তাসলিমা একই হাসপাতালে ভর্তি হন। পরে একই দিন রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে নতুন করে আরও ২৯৬ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৭৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৩ জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে ৪০ জন মারা গেছেন।
বিবার্তা/রিয়াদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]