শিরোনাম
শিগগিরই অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৭:২৫
শিগগিরই অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপানের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ফলে আমাদের দ্বিতীয় ডোজের চিন্তা দূর হলো।দু-একদিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।


তিনি বলেন, আমরা ৭ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছু দিন আগে দুই লাখের বেশি পেয়েছি। সবমিলিয়ে জাপান থেকে ১০ লাখের বেশি টিকা পেয়েছি। আগস্ট মাসে আরো ৬ লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখের বেশি টিকা আমরা পাব।


এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে জাপান থেকে দেশে পৌঁছায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার আরো ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।এ নিয়ে দুই দফায় জাপান থেকে বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এলো। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে আরো ছয় লাখ টিকার একটি চালান ঢাকায় আসবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com