শিরোনাম
নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়লে যা করবেন
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৬:৩৪
নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়লে যা করবেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন জুতা পরলে অনেকের পায়েই ফোসকা পড়ে যায়। আক্রান্ত স্থানটি ফুলে অনেকটা পানির থলের মতো দেখা যায়। আক্রান্ত স্থানে খুব ব্যথা হয়। হাঁটা-চলার সময় বেশ যন্ত্রণায় ভুগতে হয়। ফোসকা ফেটে গেলে আবার ঘা তে পরিণত হতে পারে। তাই ফোসকার বিষয়টি হেলা ফেলা করা উচিত নয়।


পায়ে একবার ফোসকা পড়লে তিন চারদিন চলাচল করা মুশকিল হয়ে দাঁড়ায়। তবে কয়েকটি বিষয় মেনে চললেই তাড়াতাড়ি সেরে যাবে ফোসকা। জেনে নিন করণীয়-


১. প্রথম অবস্থায় কখনোই পায়ের ফোসকা ফাটিয়ে দেবেন না। আর যদি কোনো কারণে ফোসকা ফেটেও যায় সেক্ষেত্রে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে রাখুন।


২. পায়ের যেখানে ফোসকা পড়েছে দিনে অন্তত তিনবার সেখানে মধু ব্যবহার করুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।


৩. আপনার জুতা যদি শক্ত হয়ে থাকে তাহলে ত্বকের যেসব স্থানে জুতা পরলে ঘষা লাগবে ওই স্থানে ভ্যাসলিন লাগিয়ে রাখুন। এতে করে জুতোর ওই জায়গাগুলো কিছুটা হলেও নরম হয়ে যাবে।


৪. ফোসকা দ্রুত শুকাতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।


৫. ফোসকার উপরে পানির সঙ্গে আটা গুলিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করুন। দ্রুত ফোসকা শুকিয়ে যাবে।


৬. নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।


৭. এ ছাড়াও জুতার যে জায়গাগুলো শক্ত বলে মনে হবে ওই স্থানে টেপ লাগিয় নিতে পারেন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।


বিবার্তা/অনামকিা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com