শিরোনাম
দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ লাখ মানুষ
প্রকাশ : ০৯ মে ২০২১, ২২:২০
দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ লাখ মানুষ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে এ পর্যন্ত ৩৫ লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬। এরমধ্যে পুরুষ ২২ লাখ ৫২ হাজার ৩৪০ এবং নারী ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬ জন।


এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জন। এরমধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৯৭০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৩০।


এ ছাড়া এ পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯৪ হাজার ৬৫৫ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫৯ হাজার ২৯৫ এবং নারী ৩৫ হাজার ৩৬০ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ৪৪ জন। এদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ১ জন।


এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৬১ হাজার ৬২৮ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৬ লাখ ১৫ হাজার ৯৪২ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৭ হাজার ৯৭৫ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ৪ জন।


ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৭৩ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৩২৯ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ১৯৪ জন।


রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৫৫৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৯৬৫ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩০৪ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫২ হাজার ৪৭ জন, প্রথম ডোজ ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩১০ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।


দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com