শিরোনাম
টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ লক্ষাধিক মানুষ
প্রকাশ : ০৬ মে ২০২১, ২২:৩৪
টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ লক্ষাধিক মানুষ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে এ পর্যন্ত ৩৩ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩৩ লাখ ১৩ হাজার ৪২৪ জন। এরমধ্যে পুরুষ ২১ লাখ ৭৮ হাজার ১৭৩ এবং নারী ১১ লাখ ৭৫ হাজার ২৫১ জন।


এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৪ জন। এরমধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৯২৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯২৭। এ ছাড়া এপর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ২ হাজার ৯১৫ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৪ হাজার ৫৯৫ এবং নারী ৩৮ হাজার ৩২০ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ৪৩ জন। এদের সবাই পুরুষ।


এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ লাখ ৮৫ হাজার ৮৭১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৫ লাখ ৬৯ হাজার ২৭ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৭ হাজার ৯৭৩ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ২ জন।


ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৮৪৯ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ১৫০ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন, প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৯৬৫ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ১৯৭ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন।


খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২০ হাজার ১৯৩ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৮৪ জন, প্রথম ডোজ ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৯ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com