শিরোনাম
সংবাদপত্র রাষ্ট্র ও সমাজের দর্পণ: আব্দুল কুদ্দুস
প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১৯:৩০
সংবাদপত্র রাষ্ট্র ও সমাজের দর্পণ: আব্দুল কুদ্দুস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস বিবার্তা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি সংবাদপত্র রাষ্ট্র ও সমাজের দর্পণ।


তিনি বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ তুলে ধরতে হবে। রাষ্ট্রের উন্নয়নে সহযোগী হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে বিবার্তা একটি ভালো ভূমিকা রাখছে।


শুক্রবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের দীপনপুরে বিবার্তা২৪ডটনেটের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবার্তার সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।



আব্দুল কুদ্দুস বলেন, সংবাদপত্রের কাজ শুধু নেগেটিভ নিউজ করা নয়। সরকার যে উন্নয়ন করছে, তাও ভালোভাবে তুলে ধরতে হবে। সবশেষে তিনি বিবার্তা উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।


এ ছাড়াও বক্তব্য রাখেন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, ঢাবির রোকেয়া হল সংসদের এজিএস ফাল্গুনী দাস তন্বী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সদস্য জোবায়দুল হক রাসেল প্রমুখ।



বিশিষ্ট সাংবাদিক বাণী ইয়াসমিন হাসির নেতৃত্বে ২০১১ সালের ২ আগস্ট ‘সারাবেলা সব খবর’ স্লোগানে যাত্রা শুরু করে বিবার্তা২৪ডটনেট।


বিবার্তা/রবি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com