শিরোনাম
একটি ছোট্ট ভ্রমণের গল্পও চোখ ভিজিয়ে দেয়
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ২১:২০
একটি ছোট্ট ভ্রমণের গল্পও চোখ ভিজিয়ে দেয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বগুড়া থেকে ঢাকার দূরত্ব ২২৯ কিলোমিটার। মটর সাইকেলে ঢাকায় আসাটা অসম্ভব কোনো বিষয় নয়। এজন্য এলিয়েন বা সুপারম্যান কোয়ালিটির অতি মানবীয় গুনসম্পন্ন হওয়ারও দরকার নেই।


কিন্তু কখনো কখনো ২২৯ কিলোমিটারের একটি ছোট্ট ভ্রমণের গল্পও চোখ ভিজিয়ে দেয়। ছাড়িয়ে যায় অতি মানবীয় বিষয়কেও। আইনুল হক, ৫৬ বছরের একজন মানুষ। ছেলে আশিক ইকবাল বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাইয়ে টিকেছেন। কি অদ্ভুত প্রশান্তি বাবার। এতদিনের পরিশ্রম স্বার্থক হওয়ার পথে। ছেলেকে নিয়ে ঢাকায় আসতে হবে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য। তাই কয়েকদিন আগেই বগুড়া থেকে ঢাকায় আসা শাহ ফতেহ আলী বাসের টিকেট কেটে রেখেছিলেন।


কিন্তু বিধি বাম। বলা নেই, কওয়া নেই হঠাৎ বাস ধর্মঘট। শনিবার সকাল দশটায় ভর্তি পরীক্ষা। শুক্রবার সকালে কাউন্টারে পৌঁছে পেলেন গাড়ি বন্ধের এমন দু:সংবাদ। অগত্য কি আর করার, হেঁটে বা অন্য কোনো বাহনেতো ঢাকা পর্যন্ত আসা যাবেনা।


তাই সিদ্ধান্ত নিলেন মটর সাইকেলেই ছেলেকে নিয়ে ঢাকায় আসবেন। যদিও এত দূরের পথে চালানোর অভিজ্ঞতা নেই। বগুড়ার কয়েক কিলোমিটারেই ব্যাপ্তি ছিল এতদিন। বয়সও একটা বিষয়, দূরের পথে ড্রাইভ শরীর নিতে চায়না। এর বাইরে ছেলের ভর্তি পরীক্ষার টেনশনতো রয়েছেই।


সৃষ্টিকর্তা বাবাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেনই সন্তানদের জন্য সকল অসাধ্য সাধন করতে। আইনুল হকও তাই করলেন। ৫৬ বছরের শরীর নিয়ে মোটরসাইকেলে পাড়ি দিলেন ২২৯ কিলোমিটার। বাইকের পেছনে ছেলে, আইনুল হকের আগামীর স্বপ্ন পূরণের কারিগর। সহি-সালামতেই অংশ নিলেন বুয়েটের দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষায়।


আইনুল সাহেবের কি অনেক কষ্ট হয়েছে ! না, একটুও কষ্ট হয়নি। খুব খুশি তিনি। ছেলে ঠিকঠাক পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। শুকনো মুখে প্রশান্তির হাসি। বুয়েটের সামনের ফুটপাতে বসেও অবসাদসমেত শরীরে দু হাত তুলে রেখেছেন সৃষ্টিকর্তার কাছে। ছেলেটি যেন চান্স পায়।


আশিক ইকবাল বুয়েট জয় করতে পারবেন কি না, জানিনা। কিন্তু আইনুল হক জিতে গেছেন। বাবা হওয়ার লড়াইয়ে শতভাগ মার্কস নিয়ে পাশ। বাবারা বোধহয় এমনই হয়। সন্তানের কাছে সবসময় সেরা মানুষটি হয়ে থাকতে চান। কখনো নায়ক আবার কখনো সুপারম্যান। পৃথিবীর সবচেয়ে অসহায় বাবাটিও তার সন্তানের কাছে অতিমানবীয়।


(সানাউল হক সানির ফেসবুক থেকে)



বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com