শিরোনাম
উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ
প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ২০:০৭
উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত একটি গ্রামে হামলা করে বাড়িঘর ধ্বংস ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ববর্রোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাতির পিতার জন্মবার্ষিকীর দিনে এ হামলার ঘটনা অশুভ রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজত নেতা বাবু নগরী ও মামুনুল হক সমাবেশ করে গেছেন। তাদের বক্তব্যে উৎসাহিত হয়ে তাদের কয়েক হাজার অনুসারী হামলা ও লুটপাট করেছে।


ইতিমধ্যে RAB প্রধানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। হামলার মদদদাতা ও ঘটনা সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসা জরুরি।


মুক্তিযুদ্ধের মৌল চিন্তা চেতনার বিরোধীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে। একটি অশুভ চক্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ঘৃণ্য ঘটনাকে উৎসাহিত করেছে।


আগামী ২১ মার্চ এই চক্র সুনামগঞ্জের জামালগঞ্জে আরেকটি সমাবেশ করতে যাচ্ছে।


মহান মুজিব বর্ষে এ ঘটনা লজ্জার। সকল অসাম্প্রদায়িক, প্রগতিশীল, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ মানুষের জন্য অশনিসংকেত। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।


শফিউলআলম চৌধুরী নাদেলের ফেসবুকথেকে পাওয়া


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com