ভোজ্যতেলের আমদানি কমবে ‘সাউ পেরিলা’
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৩:০৯
ভোজ্যতেলের আমদানি কমবে ‘সাউ পেরিলা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাধারণ ভোজ্যতেলের চেয়ে বাড়তি পুষ্টিগুণ সম্পন্ন হাই ভ্যালু তৈল ফসল পেরিলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে বাংলাদেশে। বর্ষা মৌসুমে (খরিপ-২) বাংলাদেশে চাষযোগ্য একমাত্র অভিযোজিত তৈলজাতীয় ফসল এটি। তাই এর বাণিজ্যিক উৎপাদনে ভোজ্যতেলের আমদানি নির্ভরশীলতা কমানো সম্ভব বলে আশা করছেন গবেষকরা।


বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা বছরে ২৪ লক্ষ টন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে তেলজাত ফসল মোট আবাদ হয় দেশের ১০ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে। চাষকৃত জমি থেকে উৎপাদিত বীজ দিয়ে ৪ লাখ ৯১ হাজার টন তেল উৎপাদন সম্ভব। রাজস্ব বোর্ডের তথ্যমতে, ২০২৩ সালে দেশে ২৫ লাখ ৭ হাজার টন সয়াবিন ও পাম তেল আমদানি করা হয়।


আমদানি নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের কৃষিতে তেলজাত ফসল উৎপাদন, চাষ বৃদ্ধি ও জাত উন্নয়ন প্রয়োজন। তবে দেশের ধানের প্রধান ফসল বোরো ধান এবং তেলজাত অধিকাংশ ফসলের উৎপাদন একই মৌসুমে হওয়ায় চাষযোগ্য জমির পরিমান বৃদ্ধি কষ্টসাধ্য।


তবে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণাকৃত তেলজাত ফসল 'সাউ পেরিলা' খরিপ-২ বা বর্ষা মৌসুমের ফসল হওয়ায় এর চাষ ধানের চাষে কোনো প্রভাব না ফেলেই তেলজাত ফসলের চাষযোগ্য জমির পরিমান বৃদ্ধিতে সক্ষম।


ফসলটি নিয়ে গবেষণা করা পিএইচডি ফেলো আব্দুল কাইয়ুম মজুমদার জানান, আমরা জরিপ করে দেখেছি খরিপ-২ এর ফসল আমনের আবাদযোগ্য জমি না কমিয়েই ১ লক্ষ হেক্টর জমিতে সাউ পেরিলার আবাদ করা সম্ভব। এতে তেলজাত ফসলের মোট ফলন বাড়বে পাশাপাশি কমে যাবে তেলের আমদানীর পরিমাণ।


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেনের তত্ত্বাবধানে ২০০৭ সাল থেকে এর ধারাবাহিক গবেষণা শুরু হয়। দেশে এর চাষাবাদের উপযোগিতা নিরূপণের পর ২০২০ সালে ‘সাউ পেরিলা-১’ নামে জাতটি নিবন্ধিত হয়। ফসলটি গোল্ডেন পেরিলা নামেও সুপরিচিত।


বাংলাদেশের বর্তমানে খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্যের দিকেও ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। খাদ্যমানের বিবেচনায় পেরিলা তেল অন্যান্য তেলজাত ফসলের চেয়ে এগিয়ে।


ড. তারিক হোসেন জানান, পেরিলায় রয়েছে ৫০ থেকে ৫৫ ভাগ লিনোলিনিক এসিড যা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এর প্রধান উৎস, যা হার্টের জন্য খুবই উপকারী। এই বীজ থেকে ৪০ শতাংশ তেল আহরণ করা যায়। প্রাপ্ত ফ্যাটি এসিডের ৯১ শতাংশ অসম্পৃক্ত যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এছাড়া মস্তিষ্ক ও ত্বকের জন্যও উপকারী। এ তেলে প্রাপ্ত আমিষের পরিমান ২৫ শতাংশ।


পানি জমে থাকে না এমন উচু জমিতে খরিপ-২ মৌসুমে এ ফসলের চাষ করা হয়। ১৫ থেকে ২৫ জুলাই এর মাঝে বীজ বপন করে প্রয়োজনীয় চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে হেক্টর প্রতি সর্বোচ্চ ১ দশমিক ৫ টন ফলন পাওয়া যায়। এ ফসলে রোগের পরিমান অন্যান্য তেল ফসলের চেয়ে কম হওয়ায় অন্তবর্তীকালীন পরিচর্যার খরচও কম বলেছেন কৃষক ও গবেষকগণ। বাজারে খোঁজ নিয়ে জানা যায়, বিদেশ থেকে আমদানি করা পেরিলা তেল দেশে লিটার প্রতি দুই হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।


অধ্যাপক ড. তারিক হোসেন বলেন, এ বছর কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৪ মেট্রিক টন বীজ উৎপাদনের কাজ করছে। সাউ পেরিলা মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌছে দিতে এ বীজ আগামী বছর দেশের বিভিন্ন জেলার কৃষকদের মাঝে দেওয়া হবে। এছাড়াও ২০২১ সাল থেকে দেশের অধিকাংশ জেলায় সাউ পেরিলার চাষ হয়ে আসছে। এবং আমরা প্রতিটি কৃষকের কাছে থেকে ভালো ফিডব্যাক পেয়েছি।


তবে তেলটি উচ্চমূল্যের হওয়ায় মধ্যবিত্তের নাগালে আনতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে জানান ড. তারিক। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও এই স্বাস্থ্যনিরাপদ তেল বাণিজ্যিক উৎপাদন করে দেশে সরবরাহ ও বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে পারে বলে অভিমত দেন তিনি।


বিবার্তা/মাসুম/অর্ঘ্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com