
গতকাল এক ঘোষণায় ১ হাজার ১৬৬ টাকা দাম কমানো হয়েছিল তেজাবি স্বর্ণের দাম। কিন্তু দিন পেরোনোর আগেই আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল থেকে কার্যকর করতে বলা হয়েছে নতুন এ দাম।
নতুন দামে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়েছে।
গতকাল ২২ মার্চ এক ঘোষণায় তেজাবি স্বর্ণের দাম কমানো হয় ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। আজ সকাল থেকে কার্যকর ছিল এ দাম। তবে সন্ধ্যায়ই আবার ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ মার্চও এক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। ওই দফায়ও স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ১৬৬ টাকা। তবে তার দুদিন আগে ১৮ মার্চ ভরি প্রতি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা করে বাজুস।
বিবার্তা/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]