
দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ৬ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১০৬ টাকা। নতুন দাম ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ–সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। ঠিক ৩৯ দিনের মাথায় আবার বাড়ানো হয় উড়োজাহাজের জ্বালানির দাম। এবার ৬ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১০৬ টাকা। বিপিসির নতুন নির্ধারিত দাম ১৫ মে থেকে কার্যকর হয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের ফ্লাইটের ক্ষেত্রেই দাম বেড়েছে জেট ফুয়েলের। দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল কিনতে খরচ হচ্ছে ১০৬ টাকায়। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা (১ দশমিক শূন্য ৯ মার্কিন ডলার)।
এর আগে, গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা। এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল লিটারপ্রতি ৬১ টাকা।
বিবার্তা/রিয়াদ/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]