শিরোনাম
ডিএসইতে আধাঘণ্টায় ২০০ কোটি টাকার লেনদেন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১১:৪৭
ডিএসইতে আধাঘণ্টায় ২০০ কোটি টাকার লেনদেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ অক্টোবর) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১৪ পয়েন্ট। লেনদেন হয়েছে দুইশো কোটি টাকার।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।


এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্টের বেড়ে যায়।


তবে পাঁচ মিনিট না গড়াতেই বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমতে থাকায় নিচের দিকে নামতে থাকে সূচক। সকাল ১০টা ২২ মিনিটের মাথায় ডিএসই প্রধান সূচক মাত্র ২ পয়েন্ট পজেটিভ থাকে। অবশ্য এরপর আবার পরিস্থিতি বদলায়। দরপতন থেকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম আবার বাড়তে থাকায় ওপরের দিকে উঠতে থাকে সূচক।


রবিবার সকাল ১০টা ৫২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২৭ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়েছে। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ পয়েন্ট। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৫৭টির। লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৫০ লাখ টাকা।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে সাত কোটি ২০ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৩৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।


বিবার্তা/আশিক/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com