শিরোনাম
আজ ব্যাংক বন্ধ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০৯:২৫
আজ ব্যাংক বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশেহটাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়ানো হলেও দিনের সংখ্যা কমানো হয়েছে। সে কারণে আজ বুধবার (৪ আগস্ট) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।


এছাড়া সব ধরণের আর্থিক প্রতিষ্ঠানগুলোও এদিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, একই কারণে চলতি মাসের প্রথমদিন গত রবিবার (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।


গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।


আগামীকালবৃহস্পতিবার (৫ আগস্ট) ফের সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংকের আনুষাঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com