শিরোনাম
ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৩:২৯
ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতিতে দেশ! করোনা মহামারীর কারণে আমদানি ব্যয় বাড়লেও সে অনুযায়ী রফতানি হয়নি। ফলে এর প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যে। আর তাই বেড়েছে ঘাটতির পরিমাণ। ২০২০-২১ অর্থবছরে শেষে বাংলাদেশ প্রায় ২ হাজার ২৮০ কোটি ডলার বাণিজ্য ঘাটতিতে পড়েছে। দেশীয় মুদ্রায় ঘাটতির পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার ৭৯১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ২০২০-২১ অর্থবছরের জুলাই-জুন বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের ওপর করা হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরের ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে ৩ হাজার ৭৮৮ কোটি ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে ৬ হাজার ৬৮ কোটি ডলার। এ হিসাবে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২৮০ কোটি লাখ (২২.৮০ বিলিয়ন ডলার)। ঘাটতি পরিমাণ ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ২৭ দশমিক ৬৭ শতাংশ বেশি।


এ সময়ে পণ্য রফতানি করে বাংলাদেশ আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি আয় করেছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় আগের বছরের চেয়ে ১৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। এ সময় দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহও চাঙা ছিল। গেল অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ৩৬ দশমিক ১১ শতাংশ।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com