শিরোনাম
`দু’তিন দিনের মধ্যে আলুর নির্ধারিত মূল্য কার্যকর হবে’
প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৬:৫৬
`দু’তিন দিনের মধ্যে আলুর নির্ধারিত মূল্য কার্যকর হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, আলুর দাম কিছুটা কমে এসেছে। আগামী দু’তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।


ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের অন্তত এক মাস আগে জানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের চাহিদা মেটাতে ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।’


বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ রফতানি বন্ধের আগে অন্তত এক মাসের নোটিশ দিতে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চাই আমরা।’


বিবার্তা/আদনান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com