শিরোনাম
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৪৪৪ কোটি টাকার লেনদেন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৪৪৪ কোটি টাকার লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫৯ কোটি ৮৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।


দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।


ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সী পার্ল, সাইফ পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এমএল ডাইং, ড্যাফোডিল কম্পিউটার্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক, বঙ্গজ, একমি, আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, বিকন ফার্মা, বেক্সিমকো, ফাইন ফুডস, জেনেক্স, জিকিউ বলপেন, আইসবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, সায়হাম কটন, সিলভা ফার্মা, সিঙ্গার, এসকে ট্রিমস, সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ডেসকো, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, ইবনে সিনা, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, কুইনসাউথ টেক্সটাইল, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, সমতা লেদার, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক, বিডিকম, বিডি থাই, আমান কটন, এসিআই, অ্যাডভেন্ট ফার্মা, এপোলো ইস্পাত, এপিএসসিএল বন্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ফরচুন, আইসিবি, ন্যাশনাল পলিমার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং এসইএমএল আইবিবিএল এসএফ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com