শিরোনাম
‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ’র জাতীয় শোক দিবস পালন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২০, ১৮:২৬
‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ’র জাতীয় শোক দিবস পালন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।


শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ শিমুল বলেন, জাতির পিতা হলেন বাংলার আকাশে এক ধ্রুবতারা। পচাত্তরের ১৫ ই আগষ্ট ঘাতক বাহিনী স্বপরিবারে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে বড় ধরনের ক্ষতি করেছে। এজন্য শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আক্কাস আলী আকাশ, আহসান সিদ্দিকী রিমন ও জনতা ব্যাংক ইউনিট সভাপতি মিজাুনুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল, সোনালী ব্যাংক ইউনিট সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিন, অগ্রণী ব্যাংক ইউনিট সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এদিকে জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সোনালী ব্যাংক ময়মনসিংহ ইউনিটও শ্রদ্ধা নিবেদন করেছে।


এতে সংগঠনের সভাপতি-ফরিদুর রহমান শাওন, সাধারন সম্পাদক- নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- হাশিমউল্লাহ নয়ন, সহ সভাপতি-ফাজলে নুর, আনোয়ার সোহেল, নাজমুল হুদা, এনামুল হক, হাদিউল ইসলাম, হাদিউজ্জামান, ইলিয়াস উদ্দিন, তানভীর হাসান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com