শিরোনাম
দর বাড়ার শীর্ষে স্ট্যাইল ক্রাফট
প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ০৯:১০
দর বাড়ার শীর্ষে স্ট্যাইল ক্রাফট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১৭ টাকা বা ৯.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য অনুযায়ী, বুধবার কোম্পানিটি সর্বশেষ ১৮৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৭৬ বারে ২ লাখ ৯৫ হাজার ২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৯ লাখ টাকা।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পেজিট লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৪৭৮ বারে ৩৯ লাখ ৬৪ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৮ লাখ টাকা।


গেইনারের তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।


তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, আফতাব অটোস, ইফাদ অটোস, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, লংকাবাংলা ফিন্যান্স ও অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com